মেঘ বালিকা
- শেখ উবায়দুর রহমান
জোষ্ঠ যে মোর ভরায় দেহ ক্লান্তি জুরায় ছায়া
দিন দুপুরে শুনায় যে গান দুলায় হাওয়ায় ভেলা,
পড়ার ফাঁকে পড়লে মনে নিথর হিয়া বশ্য করে
পাগল সাজিয়া পদখানি মোর ছুটায় তাহার চাকা ৷
আকাশে ভাসে স্বদ্ধ ফাঁপা ধবধপানি বজ্র শাখা
কৃষ্ণ কালো মেঘ বালিকা ঘোষনা দিয়ে ব্যঙ্গ চেলা,
হঠাৎ করেই সুধায় বারে হর্ষ বর্ধন রুক্ষ কর্দম
আচল তুলিয়া ঝরায় বলিকা মুক্ত হীরার কনা ৷
শষ্য রাজা খন্ঞ্জন তুলিয়া উর্ধবারে আগুন জালিয়া
জয়ের হুংকার সুধায় বারে প্রজা গন্য উল্লাস করিয়া,
দৃঢ় পথ করিয়া ভ্রষ্ট দেখায় সরল মেলা
বিশ্ব বারে তুলিয়া হস্তবিলিয়ে দিয়ে কুন্ঞ্জ শষ্যভাসায়ে দিয়ে মোর বেলা ৷